গ্রামে-গঞ্জে অবৈধ চিকিৎসা বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশে গ্রামে-গঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুধু এটি দায়িত্ব নয়। এজন্য গ্রামে গঞ্জে যে সংসদ সদস্য আছেন, চেয়ারম্যান আছেন উনাদেরও এটি দায়িত্ব। উনারা যদি এসব জায়গা ভিজিট করে সমস্যা চিহ্নিত করে আমাদের অবহিত করেন তাহলে আরও অগ্রগতি হবে। কারণ আমাদের পক্ষে সারাদেশের গ্রামে-গঞ্জে গিয়ে অভিযান পরিচালনা করা সম্ভব নয়।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই যে, গ্রামে-গঞ্জে যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের অবহিত করুন। আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

এসময় মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ জনবল সঙ্কট। সেই সঙ্কট নিরসনে কাজ চলছে। সকলের সম্মিলিত চেষ্টা প্রয়োজন। আমি একদিনে তো পারবো না। এটা ধারাবাহিকভাবে করতে হবে।

এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহিঃর্বিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। কথা বলেন সেবা গ্রহীতাদের সঙ্গে। এছাড়া হাসপাতালের নানা সঙ্কট নিয়ে কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights