গ্রাহকদের টাকা নিয়ে উধাও ‘দ্বীন ওয়েলফেয়ার সোসাইটি’

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ‘দ্বীন ওয়েলফেয়ার সোসাইটি’ নামে একটি বেসরকারি সংস্থা লোন দেওয়ার কথা বলে গ্রাহকদের নিকট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় রবিবার বেলা ১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, দ্বীন ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি বেসরকারি সংস্থার নাম দিয়ে বহিরাগত ৫-৬ জন ব্যক্তি মোরেলগঞ্জের বিভিন্ন গ্রামে চাকরি ও লোন দেওয়ার কথা বলে সদস্য সংগ্রহ করে। ১২০ টাকা ভর্তি ফি নিয়ে ১০ জন করে সদস্য নিয়ে সমিতি গঠন করে। সমিতির সদস্যদেরকে যে কোনো ধরণের ব্যবসা, গরুর খামার ও বিদেশে যেতে লোন দেওয়ার কথা বলে ৫ হাজার ও মাঠকর্মী পদে চাকুরি দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা করে নিয়ে গত শনিবার অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায় তারা।

ক্ষতিগ্রস্ত গ্রাহক সানকিভাঙ্গা গ্রামের শিউলি বেগমের নিকট থেকে ১০ হাজার ৬৪০ টাকা, ঝর্ণা বেগম ১৫ হাজার ৬২০ টাকা, বারইখালী গ্রামের ফরিদা ইয়াসমিন ৫ হাজার ৬২০ টাকা, বড়পরী গ্রামের মো. নাসির মীর ১০ হাজার ১২০ টাকা, সেলিম মাতুব্বার ১০ হাজার ১২০ টাকা নিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
এ ছড়াও খাউলিয়া গ্রামের মো. ইমাম হাওলাদার দিয়েছেন ১০ হাজার টাকা, মো. হালিম শেখ ৫ হাজার ৬২০ টাকা, ফজিলা বেগম ১৫ হাজার ৬শ’, ও লিটু শেখ ৫ হাজার ৬২০ টাকা, বারইখালী গ্রামের লাভলু শেখ দিয়েছেন ১০ হাজার টাকা।

রবিবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সঞ্চয় বইয়ে স্বাক্ষর করে এ অর্থ আদায় করে বিকেলেই তারা গা ঢাকা দেয়। গ্রাহকদের কাছে দেওয়া এ সংস্থার ম্যানেজার মো. খলিলুর রহমানের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম তারেক সুলতান বলেন, মৌখিকভাবে বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ চাওয়া হয়েছে। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights