চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ডাম্পার ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে দুটি ডাম্পার ও একটি এস্কেভেটর জব্দ করা হয়।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা, বনের ক্ষতি নিষেধক্রমে বিভিন্ন এলাকায় মাইকিং ও ব্যানার টাঙিয়ে সতর্ক করা হচ্ছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights