চট্টগ্রামে গোয়াল ঘরে পুড়লো গরু-মুরগী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগরের রাজারহাটে একটি গোয়াল ঘরে আগুন লেগে গরু ও মুরগি মারা গেছে। গতকাল সোমবার রাজারহাটের ইউনুস পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কামরুজ্জামান সুমন বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ সময় গোয়ালঘরে থাকা তিনটি গরুর মধ্যে দুইটি বের করতে পারলেও একটি গরু আগুনে পুড়ে মারা যায়। অন্যদিকে গোয়ালঘরের এক পাশে মুরগির ঘরে থাকা সব মুরগিই পুড়ে ছাই হয়ে যায়।