চট্টগ্রামে তিনদিনের অবরোধে রাজপথ দখলে রেখেছে আওয়ামী লীগ যুবলীগের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির ডাকা টানা তিদিন অবরোধ কর্মসূচিতে রাজপথ দখলে রেখেছে আওয়ামী লীগ। অপরদিকে অবরোধ ডেকে মাঠে ছিল না বিএনপির সিনিয়র থেকে থানা পর্যায়ের কোনো নেতাও। আওয়ামী লীগের এমন শক্ত অবস্থানে ফুরফুরে মেজাজে রয়েছে দলটির তৃণমূল নেতাকর্মীরা। তিনদিনে নগরে সবচেয়ে বেশি সক্রিয় ছিল আওয়ামী লীগ ও যুবলীগ। তবে ছাত্রলীগ দ্বিতীয় দিনে নগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে রাজপথে ছিল।

চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা বন্দর ইপিজেড এলাকায় টানা তিদিন কর্মসূচি নিয়ে রাজপথে ছিলেন নগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল দেবু। সর্বশেষ বৃহস্পতিবার নগরীর অলংকার মোড়ে বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করেন দেবাশীষ পাল দেবু। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এতে চসিক মেয়র বলেন, ৭১ এর পরাজিত দেশীয় ও আন্তর্জাতিক শক্তি আবারও বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তে মেতেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে, একের পর এক মেগা প্রজেক্টে পাল্টে যচ্ছে দেশ। তখন এই দেশকে আবারও তলা বিহীন ঝুড়ি করতে পরাজিত শত্রুরা উঠে পড়ে লেগেছে। জনগণ তাদের প্রত্যাখান করে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা বখতেয়ার উদ্দিন খান, চসিকের কাউন্সিলর নেছার উদ্দীন আহমদ মঞ্জু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, কাউন্সিলর নুরুল আমিন, অধ্যাপক মো. ইসমাইল, হাজী লায়ন মোহাম্মদ ইলিয়াছ, জাকের আহমেদ খোকন, আবু সুফিয়ান ইকবাল, লায়ন এম শওকত আলী, এবিএম লূৎফুল হক খুশি, আবুল হোসেন আবু, সেকান্দর আজম, নায়েবুল ইসলাম ফটিক, আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু প্রমুখ।
এদিকে নগরীর এনায়েত বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মোরশেদ আলম, রতন ঘোষ, মো. জাহেদ, মো. ফরিদ, তৌহিদুল ইসলাম মিথুন, শুভ দত্ত, জাহিদ হাসান সাইমুন, ইয়াসির আরাফাত রিকু, নিয়াজ উদ্দীন তামিম, গোবিন্দ দত্ত প্রমুখ।

এছাড়াও দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখ এলাকায় বিএনপির অবরোধের প্রতিবাদে মইজ্জারটেক থেকে শিকলবাহা ক্রসিং পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি তৌহিদুল আলম, আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, মো. আবিদ হোসেন, মোহাম্মদ নুরুল আমিন, দপ্তর সম্পাদক রাজু দাস হিরো, বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অমল রুদ্র, নাজিম উদ্দীন হায়দার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights