চট্টগ্রামে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নৌকা উল্টে ভেসে যাওয়া দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার উপজেলার পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলো উপজেলার দক্ষিণ চরতির সেলিমের সন্তান শহিদুল ইসলাম (৩), কাঞ্চনার আরিফের কন্যা সানজিদা আক্তার (৪) ও কালিয়াইশের ফজল আহমদের সন্তান মো. ইদ্রিস (৫৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত। তিনি বলেন, পানির স্রোতে ভেসে যাওয়া তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তা তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।