চসিক মেয়রের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার দুপুরে চসিকের কার্যালয়ে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রামের মেয়র নির্বাচিত হওয়ায় শাহাদাত হোসেনকে শুভেচ্ছা জানান সহকারী হাইকমিশনার।

সাক্ষাতে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের উন্নয়নে তার পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, আমি নিজে পেশাজীবনে চিকিৎসক হওয়ায় চট্টগ্রামকে ‘হেলদি সিটি’ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিচ্ছি। আমি স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানো এবং পরিচ্ছন্ন কার্যক্রমকে বেগবান করার চেষ্টা করছি।

চসিক মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যাগুলো বুঝে সমাধানের চেষ্টা করছি। বর্তমানে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু এবং বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সেবা দিচ্ছি। আমার স্বপ্ন আমি জনগণকে সঙ্গে নিয়ে ক্লিন, গ্রিন ও হেলদি চট্টগ্রাম গড়ব।

এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন মেয়রের সাফল্য কামনা করে ভবিষ্যতে বাংলাদেশ-ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব মো. জিল্লুর রহমান ও সহকারী একান্ত মারুফুল হক চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights