চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে রজিম আলী নামে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি গুলিতে মারা যান।

নিহত রজিম আলী হচ্ছেন জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর গ্রামের আবুল কালামের ছেলে। বিয়ের সূত্রে তিনি সীমান্তবর্তী রোকনপুরে শ্বশুর বাড়িতে থাকতেন।

বিজিবি ও স্থানীয়রা জানান, রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে রজিম। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
এ ব্যাপারে বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান ফারুক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর শুনেছেন তিনি। কিন্তু তার পরিবার ও অন্য কেউ অভিযোগ করেনি। তবে স্থানীয়ভাবে নিহতের খবর শুনে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। ফলে পতাকা বৈঠক শেষেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights