চিরিরবন্দরে অমর একুশে বইমেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী অমর একুশে বইমেলা, শীতের পিঠা উৎসবসহ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। আজ দুপুর ১২টায় চিরিরবন্দর উপজেলা চত্ত্বরে বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হক। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লায়লা বানু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বইমেলা পরিদর্শন করেন জার্মানের দুইজন নাগরিক। বইমেলায় ১৫টি স্টল রয়েছে। এসব বইয়ের স্টলে বিভিন্ন প্রকাশনীর হাজারো বইয়ের সমারোহ। বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা ও পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। একুশে বইমেলার পাশাপাশি চলছে শীতের পিঠা উৎসব। বইমেলা ও পিঠা উৎসব মেলা আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত চলবে।
অপরদিকে, সকাল সাড়ে ১১টায় চিরিরবন্দরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাবের পরিচালক শাহরিয়ার সরকারসহ চারজন রক্তদান করেন।
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, চিরিরবন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।