চুয়াডাঙ্গায় ট্রেন থেকে হেরোইন উদ্ধার জব্দকৃত হেরোইন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা রেলস্টেশনে ট্রেনের বগি থেকে ৩৫০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেছে বিজিবি। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন থেকে এসব হেরোইন জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রকেট মেইল ট্রেনে ভারতীয় হেরোইন পাচার করা হবে, এমন খবর পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে রাত দেড়টায় দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা রেলস্টেশনে অভিযান পরিচালনা করে।
অভিযানে রকেট মেইল ট্রেনের তৃতীয় বগির ভেতর ক্যারিয়ারের ওপর মালিকবিহীন একটি পলিথিনের ব্যাগ পাওয়া যায়। জব্দ করা পলিথিনের ব্যাগের ভেতর থেকে ৩৫০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।