ছাত্র-জনতা আওয়ামী লীগকে ফেরানোর বিরুদ্ধেই থাকবে : সামান্তা শারমিন

ফেনী প্রতিনিধি
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার প্রক্রিয়ার চেষ্টার বিরুদ্ধে ছাত্র জনতা দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।

শনিবার ফেনী শহরের একটি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে ২৪’র গণ অভ্যুত্থানে নিহতদের স্বজন, আহতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে না। তাদের মধ্যে ক্ষমা চাওয়ার মনোবৃত্তি সম্ভব নয়। ছাত্ররা নির্বাচনে যাবে তবে এখনই নয়। ছাত্ররা নির্বাচনে যাবে গণ পরিষদ নির্বাচনের মধ্যদিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights