জবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ, সদস্যসচিব সিফাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক ও সদস্যসচিব হয়েছেন যথাক্রমে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের মাসুদ রানা এবং ইংরেজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সিফাত হাসান সাকিব।
বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী নওশিন নওয়ার জয়া, মুখ্য সংগঠক হিসেবে আছেন ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন ও উপদেষ্টা সদস্য হিসেবে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী।
এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলী আহমেদ আরাফ, মো. ফেরদাউস শেখ ও মো. শাহিন মিয়া। যুগ্ম আহ্বায়ক পদে সুমন আলী, মো. সোলেমান হোসেন, সাকিবুল হাসান, আমিনুল ইসলাম, আকরামুল হক, আলী আহমেদ আরাফ, শাহপরান আহমেদ শ্রাবণ, আম্মার বিন আসাদ, মো. স্বপন মিয়া ও তাহমিদুর রহমান।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুশফিকুর রহমান, যুগ্ম সদস্যসচিব আশরাফ আরেফিন, কামরুল হাসান রিয়াজ, সাখাওয়াত হোসেন, মাসুদ রানা মাসুম, ইব্রাহিম খলিল ও মাশরুর মাহমুদ শাকের।
এ ছাড়া সিনিয়র মুখ্য সংগঠক হয়েছেন মোহাম্মদ মাহিন।
সংগঠক পদে আছেন ওমর ফারুক শ্রাবণ, আতিকুর রহমান, রাকিব হোসেইন তুষার, তুষার আহমেদ সিয়াম, মো. রাকিবুল হাসান ও মেহেদী হাসান।
এ ছাড়া সহ মুখপাত্র হয়েছেন সিয়াম হোসাইন। সদস্য হিসেবে আছেন পূজা মদক, তাফহিম রাফি, মেহেদী হাসান, মোহাম্মদ কায়েপ, বায়েজিদ হোসেইন, মো. রাজিব হোসেইন, মমিতা রাণী সূত্রধর, ফারজানা আক্তার, আব্দুর রহমান, মোহাম্মাদ নাহিদ, মুজাহিদুল ইসলাম, সিদরাতুল মুনতাহা তাওহিদা, জাকির হোসেন, সুমাইয়া আফরিন, তৈমুর রহমান, মেহরাজ হোসেন তাইমুর, মুজাহিদুল হক জিহাদ, মাহিদ হাসান ও সাজ্জাদুল ইসলাম নাঈম।