জবির উপাচার্য-প্রক্টর-রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, ছাত্রকল্যাণ পরিচালকসহ পুরো প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা।

রবিবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে তালা ঝুলিয়ে দিয়ে এ আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। এ-সময় শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

এ-সময় শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক দালাল ভিসির পদত্যাগ, জেগেছেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, এক দুই তিন চার ভিসি তুই গোদি ছাড়, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো, ভিসির গোদিতে আগুন জ্বালাও এক সাথে, দিয়েছি যে রক্ত আরও দিব রক্ত’ সহ বিভিন্ন এ-সব স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমরা উপাচার্য, প্রক্টর, হল প্রভোস্ট ও রেজিস্ট্রারসহ কোটা সংস্কার আন্দোলনে বাধা দেয়া সকল শিক্ষকদেরও পদত্যাগের দাবি জানায়। এ জন্য তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম বেধে দিয়েছি। আগামীকাল বিকেল ৩ টার মধ্যে পদত্যাগ না করলে সাধারণ শিক্ষার্থীরা আরও বড় কর্মসূচি প্রদান করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights