জমি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মামাতো ভাই ছালেহ আহম্মেদকে (৩৭) হত্যার অভিযোগ উঠেছে দুই ফুপাতো ভাই ও তাদের পরিবারের বিরুদ্ধে। উপজেলার দেড়কোটা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

মঙ্গলবার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ছালেহ আহম্মেদ চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা গ্রামের আবুল কাশেমের ছেলে। আহতরা হলেন নিহতের বাবা আবুল কাশেম ও তাঁর ছোট ভাই আব্দুল মতিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেড়কোটা গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা আবুল কাশেমের সঙ্গে সম্পত্তি নিয়ে ভাগনে জামাল উদ্দিন ও মহিন উদ্দিনের বিরোধ চলে আসছে। এর জেরে সোমবার সন্ধ্যায় উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়। এ সময় জামাল উদ্দিন ও মহিন উদ্দিনসহ অন্যরা লোকজন ছালেহ আহম্মেদকে ছুরিকাঘাত করেন। আবুল কাশেম ও তাঁর ছোট ছেলে আব্দুল মতিনকে পিটিয়ে জখম করেন।
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ছালেহ আহম্মেদকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল কাশেম বলেন, ‘জামাল উদ্দিন ও মহিন উদ্দিন সম্পর্কে আমার ভাগনে। সম্পত্তি নিয়ে তাঁদের সঙ্গে বিরোধ চলে আসছে। সন্ধ্যায় আমার প্রতিবন্ধী মেয়ে জান্নাতুল ফেরদৌস উঠান ঝাড়ু দেওয়ার সময় জামাল উদ্দিন, মহিন উদ্দিন ও তাঁদের মা মনোয়ারা বেগম মেয়েকে মারধর করেন। এ সময় ছালেহ আহম্মেদ বাধা দিতে এলে তাঁরা ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। আমি ও আমার ছোট ছেলে এগিয়ে গেলে তাঁরা আমাদেরকেও পিটিয়ে জখম করেন। তাঁদের ছুরিকাঘাতে আমার ছেলে ছালেহ আহম্মেদ মারা গেছেন।’
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসেম সবুজ বলেন, ‘ছালেহ আহম্মেদের তলপেটে ও হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতে নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে জামাল উদ্দিন, মহিন উদ্দিন ও তাদের মা মনোয়ারা বেগম এবং জামালের স্ত্রী শাহেনা আক্তারের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মনোয়ারা ও শাহেনাকে গ্রেফতার করেছে। পুলিশ অপর আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights