জয়পুরহাটে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। শনিবার দুপুরে জয়পুরহাট সদর থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মামুন খান চিশতী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন। জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান সামছুল আলম সুমন, জয়পুরহাট পৌর সভার কাউন্সিলর ওলিউজ্জামান বাপ্পি, শাহেদুল আহসান সোহেল, মামুনুর রশীদ মামুন, এসআই নাজমুল জান্নাত শাহ প্রমুখ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।