জয়পুরহাটে ভিজিএফের চাল বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে জয়পুরহাট পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
জয়পুরহাট পৌর সভার ৯টি ওয়ার্ডে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ৪ হাজার ৬শ ২১ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারি চাল বিতরণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জয়পুরহাট পৌর সভার প্রশাসক মোহাঃ সবুর আলী। গত ১৬ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম ১৮ মার্চে সমাপ্ত হয়।

বিতরণ কার্যক্রমে জয়পুরহাট পৌর সভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো: রেজা, প্রশাসনিক কর্মকতা আব্দুল হাশেম,সমাজ উন্নয়ন কর্মকর্তা, মো: হাসানুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এই চাল পেয়ে শান্তি নগরের জরিনা বেগম, বুলু পাড়া বিউটি খাতুন, শাপলানগরের ফাতেমাসহ হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ও জয়পুরহাট পৌর সভার প্রশাসক মোহাঃ সবুর আলী বলেন, জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ বরাদ্দ এসেছে ৪৬ দশমিক ২১ টন চাল। এ চাল ৪ হাজার ৬২১টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণ সম্পন্ন করা হয়।

২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন। এ কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights