জয়পুরহাটে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি
অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন জয়পুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হায়দার আলী পলাশ। মঙ্গলবার বিকালে পৌর শহরের বিশ্বাস পাড়া এলাকায় কাউন্সিলরের ব্যক্তিগত উদ্যোগে ৪শ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
কবীরাজ পাড়া মহল্লার আব্দুল হামিদ (৬৫) কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায়। আজ রাতে ভালো ঘুম হবে। আল্লাহ উনাদের ভালো করুন।