জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

গাজীপুর প্রতিনিধি

অধিভুক্ত কলেজের শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে বছরব্যাপী বহু বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ বিস্তৃত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ, প্যাডাগোজি, আইসিটি, মেন্টাল হেলথ, ক্যারিয়ার কাউন্সিলিংসহ বহুবিষয়ে শিক্ষক প্রশিক্ষণ চলমান রয়েছে। বুধবার গাজীপুরে সিনেট হলে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) উদ্যোগে প্যাডাগোজি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণকে জোরদার করতে অঞ্চলভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে জানিয়ে উপাচার্য বলেন, আমরা পাঠদান কেন্দ্রকে আনন্দময় করে গড়ে তুলতে চাই। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ করে শিখন পদ্ধতি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে হবে।

অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষাসচিব সোলেমান খান, বিশেষ অতিথি ছিলেন সিইডিপি প্রকল্প পরিচালক মোহাম্মদ খালেদ রহীম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম, সিইডিপির সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. এ কে এম খলিলুর রহমান। সিইডিপির ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭তম ব্যাচের শিক্ষকরা ১৫ দিনব্যাপী প্যাডাগোজি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজের ২০০ শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights