‘জামায়াত নির্বাচন করতে পারবে কি না সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন’

সিলেট ব্যুরো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জামায়াতে ইসলাম জঙ্গি সংগঠন সেটা দেশের মানুষ জানে। জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কি না, তাদেরকে নিবন্ধন দেওয়া হবে কি না সেটা সরকারের দেখার বিষয় নয়, নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে আমরা মেনে নিব।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। সেই সুষ্ঠু নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

শনিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের ৫তলা প্রশাসনিক কাম মাল্টিপারপাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।
দেশের ব্যাংকখাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে ব্যাংকখাতগুলো থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না সেজন্য ইসব ঋণখেলাপীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ কালাশাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights