জিপিএ-৫ পাওয়া সালমানের দায়িত্ব নিলেন ফরিদপুরের ডিসি

দরিদ্রতার মধ্যে বেড়ে ওঠা সালমান মৃধা (১৬) এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এলাকায় বেশ আলোচনায় আসে। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নিজেকেই রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতে হয়েছে।

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ইজা দুর্গাপুর গ্রামের বিল্লাল মৃধার ছেলে সালমান মৃধা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে নিয়ে সালমান মৃধার পরিবারের খোঁজখবর নেন এবং তার এই সাফল্যে প্রশাসনের পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সালমান এবার ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান ইনস্টিটিউশনের কারিগরি শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সালমানের বাবা মো. বিল্লাল মৃধা (৫০) অন্যের জমিতে কাজ করে যা পান, তা দিয়েই কোনোমতে চলে তাদের সংসার। এছাড়াও সালমান রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করে সংসারের খরচ বহনের পাশাপাশি চালিয়ে গেছে পড়াশোনা।

সালমান জানায়, এসএসসি পাসের পর উচ্চ মাধ্যমিকের পড়ালেখার খরচ নিয়ে বেশ অনিশ্চয়তায় ছিলাম। আমার সঙ্গে পরিবারের সদস্যরাও চিন্তায় ছিল কীভাবে খরচ মিটবে। হঠাৎ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে আমার পরিবারের সঙ্গে। জেলা প্রশাসক আমাকে নিয়ে পরিবারের খোঁজখবর নেন। পরে তিনি আমার ও আমার ছোট ভাইয়ের পড়ালেখার ব্যয়ভার বহনের ঘোষণা দেন।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, সালমানের সাফল্য দেখে বেশ আনন্দিত হই। পরে জানতে পারি তার পরিবার হতদরিদ্র। সালমানের লেখাপড়া করার মতো আর্থিক অবস্থা নেই। পরে তাকে অফিসে এনে তার ইচ্ছার কথা শুনে সালমান ও তার ছোট ভাইয়ের লেখাপাড়ার দায়িত্ব নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights