জেনেভা ক্যাম্পে ডিএমপির অভিযানে গ্রেফতার ২৩
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে একটি দল জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।