ঝিনাইদহের ৪ টি সংসদীয় আসনের মধ্যে সর্Ÿোচ্চ ভোটের ব্যাবধানে নৌকা প্রার্থী আনারের হ্যাটট্রিক জয়

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদাহ সদর) আসনের নোৗকার প্রার্থী এমপি আনোয়ারুল
আজীম আনার ৩৮ হাজার ৭’শ ১৩ ভোটের এক বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। তার মোট প্রাপ্ত
ভোট ৯৫ হাজার ৯’শ ৭ টি। ঝিনাইদহ জেলার ৪ টি সংসদীয় আসনের মধ্যে তিনিই সর্Ÿোচ্চ
বেশি ভোটের ব্যাবধানে জয় পেয়েছে। এ নিয়ে তিনি ৩য় বারের মত জয়লাভ করায় হ্যাটট্রিক
বিজয়ের গৌরভ লাভ করলেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের
সভাপতি ট্রাক প্রতীকের আব্দুর রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ১’শ ৯৪ ভোট। নৌকার
বিজয়ের খবরে সন্ধ্যার পর থেকেই নেতা কর্মী সমর্থকেরা শহরের মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ ও
আনন্দ উল্লাসে মেতে উঠে।
ঝিনাইদহ জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এস এস রফিকুল ইসলাম রোববার রাতে দ্বাদশ
সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে ১১৭
টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী আনোয়ারুল আজীম আনার সর্বোচ্চ ৯৫ হাজার ৯’শ ৭
টি ভোট পাওয়ায় বিজয়ী ঘোষনা করেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৬২০।
প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৬শ ১৯ টি। বাতিল ভোট- ৬ হাজার ১শ ৮৯ টি। প্রদত্ত
ভোটের শতকরা হার- ৫১. ২১%।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসরাত জাহান জানান,
কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই রোববার দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ঝিনাইদহ-৪ আসনে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ আসনে ভোটের ফলাফলে অন্যান্য প্রার্থীদের
মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ইমদাদুল হক বাচ্চু পেয়েছেন ১৩০৬ ভোট, তৃর্ণমূল
বিএনপি’র সোনালী আঁশ প্রতীকের সাবেক সংসদ নূরউদ্দিন আহমেদ ৬শ ১৪ ভোট. ও স্বতন্ত্র
ঈগল প্রতিকের নজরুল ইসলাম ছানা পেয়েছেন ৪ শ ৯ ভোট। বিজয়ী নৌকার প্রার্থী আনার
আওয়ামীলীগের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি।
উল্লেখ্য, তিনি গত দুই বারের এমপি হওয়ার আগেও কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের
মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights