ঝিনাইদহে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর কলার হাট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মিলন ব্যাপারি (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুর ছাত্তার নামে আরও একজন আহত হন। শনিবার সকালে ঝিনাইদহ-মাগুরা সড়কের এ দূর্ঘটনাটি ঘটে। মিলন ব্যাপারি ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে মিলন রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। সেমসয় চুয়াডাঙ্গাগামী সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। আহত আব্দুর ছাত্তারকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে ছব্দুল্লাহ (৫৮)নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার সুড়োপাড়া গ্রামে। আহত আওয়ামী লীগ কর্মী ছব্দুল্লাহ্#৩৯;র ছেলে পলাশ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এজাহার দাখিল করেছে। আসামীরা হলো, সদর উপজেলার সুড়োপাড়া গ্রামের মনিরুল ইসলাম ওরফে জমিদার (৪০),উজ্জ্বল (৩৮), রফিকুল (৪০),লিটন (৩৫) সুজন (২৫), আশিক (২৭), মামুন (৪০), রাশেদ(৪৩) ও হিরাডাঙ্গা গ্রামের ফিরোজ হোসেন (৫৫)সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন। মামলার বাদী পলাশ জানান, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকালে আমার পিতা নিজ বাড়িতে দাঁড়িয়ে ছিলো।এমন অবস্থায় উল্লেখিত আসামীরা মনিরুল ইসলাম ওরফে জমিদারের নেতৃত্বে আমার পিতাকে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, আমি এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।