টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মালিক ইমরান তাহির

অনলাইন ডেস্ক

এবারের বিপিএলে শেষ ম্যাচ খেলে ফেললেন ইমরান তাহির। রংপুর রাইডার্সের হয়ে মাত্র দুই ম্যাচ খেলেই চলে যেতে হচ্ছে তাকে। যোগ দেবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

মঙ্গলবার শেষ ম্যাচটি খেললেন খুলনা টাইগার্সের বিপক্ষে। রংপুরের হয়ে শেষ ম্যাচটাকে রীতিমত রাঙিয়ে দিলেন তিনি।

প্রথম ৩ উইকেট নেওয়ার পরই টি-টোয়েন্টি ক্যারিয়ারে (ফ্রাঞ্চাইজি এবং আন্তর্জাতিক মিলিয়ে) ৫০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এরপর আরও দুটি উইকেট নেন ইমরান তাহির। এতে ক্যারিয়ারে ৫০২টি-টোয়েন্টি উইকেট হয়ে গেল তার।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার এই খেলোয়াড় জাতীয় দল ছেড়েছেন ৫ বছর আগে। বয়স হয়ে গেছে তার প্রায় ৪৫। এখনো ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights