ট্রাম্প হারলে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে না : বাইডেন

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প যদি হেরে যান, তাহলে জানুয়ারিতে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ হবে না। এমনটাই আশঙ্কা করছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, যদি ট্রাম্প পরাজিত হোন, আমি কোনোভাবেই ভরসা পাচ্ছি না যে, ক্ষমতা হস্তান্তর পর্বটি শান্তিপূর্ণ হবে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আমি একেবারেই নিশ্চিত হতে পারছি না।

প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থীর ক্ষমতা গ্রহণের পর্বটি শান্তিপূর্ণ হবে কিনা-এমন প্রশ্নের জবাবে বাইডেন অতীত আচরণের আলোকে গভীর হতাশা ব্যক্ত করে এমন অভিমত পোষণ করেছেন।
বাইডেন উল্লেখ করেন, ‘তিনি (ট্রাম্প) যা বলেছেন তা করবেন বলেই প্রকাশ্যে হুংকার দিয়েছেন। তবে আমরা তাকে গুরুত্ব দেইনি। যদিও তিনি করবেন বলেই বলেছেন, যদি আমরা (টাম্প) পরাজিত হই তবে রক্ত গঙ্গা বইয়ে যাবে।’

উল্লেখ্য, গত মার্চে ওহাইয়োতে নির্বাচনি সমাবেশে ট্রাম্প হুংকার দিয়েছেন রক্তগঙ্গা বইয়ে দেওয়ার। নির্বাচনে যদি ট্রাম্প জয়ী হতে না পারেন, তাহলেই রক্তপাতের কথা বলেছেন।

সে সময় ট্রাম্প বিদেশি আগ্রাসী তৎপরতা থেকে যুক্তরাষ্ট্রের মটর শিল্পকে রক্ষার্থে করণীয় সম্পর্কে আলোচনাকালে ট্রাম্প এ হুংকার দিয়েছিলেন।

পরে রিপাবলিকান নীতি-নির্ধারকরা ট্রাম্পকে এমন মন্তব্য করা ঠিক হয়নি বলে জানালে ট্রাম্প তার বক্তব্যের ব্যাখ্যায় জানান, তিনি মটর শিল্পকে বিদেশি কোম্পানির ছোবল থেকে রক্ষার্থে ওই কথা বলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights