ডাকাতির ঘটনায় চট্টগ্রামে চার জলদস্যু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বরগুনার পাথরঘাটায় গভীর বঙ্গোপসাগারে জেলেদের কাছ থেকে ডাকাতির ঘটনায় চট্টগ্রাম থেকে চার জলদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন কাইছার ওরফে কালু, মো জাহিদ, মো সেলিম এবং ইকবাল হোসেন। তাদের কাছ থেকে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, দুটি হাতুড়ি, তিনটি দা, একটি কিরিচ, দুটি শাবল এবং ডাকাতি করা মালামাল জব্দ করা হয়। মঙ্গলবার রাতে বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গত ১৯ ফেব্রুয়ারি বরগুনায় জেলেদের ডাকাতির ঘটনায় যৌথভাবে কাজ শুরু করে র‌্যাবের একাধিক ইউনিট। প্রযুক্তির সহায়তায় কয়েকজনকে চিহ্নিত করে র‌্যাব। পরে মঙ্গলবার রাতে বাঁশখালীতে অভিযান চালিয়ে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই পেশাদার জলদস্যু। তারা বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় দস্যুতা করে বেড়ায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দস্যুতার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights