ঢাবির খেলার মাঠে আহলে হাদিসের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর কেন্দ্রীয় মসজিদ বংশাল বড় জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির ব্যবস্থাপনায় আহলে হাদীসদের ঈদুল ফিতরের প্রধান জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত জামাতে ইমামতি করেন বংশাল বড় জামে মসজিদের খাতীব ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।
উল্লেখ্য, বংশাল বড় জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটি পক্ষ থেকে ঈদ জামাত আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করে প্রতি বছর ঢাবির খেলার মাঠে বাংলাদেশ জমঈতে আহলে হাদীসের প্রধান ঈদ জামাত করে থাকে। এবারো ঈদ জামাতে নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের অংশ নেন বলে জানিয়েছেন বংশাল পঞ্চায়েত ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মুতাওয়াল্লী মোহাম্মদ আওলাদ হোসেন।