তাপমাত্রা আরও কমবে
অনলাইন ডেস্ক
মাঘের মাঝামাঝি সময়ে এসে আবারও কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সঙ্গে আগের মতোই দাপটে রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা। এতে নতুন করে অনুভূত হচ্ছে শীত। এই অবস্থায় তাপমাত্রার পারদ আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী ৩ দিনে দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
এই আবহাওয়াবিদ জানান, রবিবার দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে কুয়াশা। এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সোম ও মঙ্গলবার (৩-৪ ফেব্রুয়ারি) শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশার দাপট থাকতে পারে।
এরমধ্যে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর পরদিন মঙ্গলবার একই সময় পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
শনিবার সন্ধ্যায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।