তামিম-মাহমুদুল্লাহর ফেরা নিয়ে এবার মুখ খুললেন নাফিস

অনলাইন ডেস্ক

চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন তামিম ইকবাল। লন্ডনে তামিম দু’টি ইনজেকশন নিয়েছেন পিঠের দু’টি ডিস্কে। ঢাকায় ফিরলেও গতকাল অনুশীলন করেননি টাইগার অধিনায়ক। তবে সবাইকে চমকে ক্যাম্পে ডাক পেয়েছেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তার সঙ্গে ৩২ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁ-হাতি ড্যাসিং ক্রিকেটার সৌম্য সরকার।

এদিকে, তামিম দেশে ফিরলেও আসন্ন এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবালের খেলা অনিশ্চিত। কারণ চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন ওয়ানডে অধিনায়ক তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন তামিম।

নাফিস বলেন, ‘আমি মেডিকেল এক্সপার্ট না। তামিমের কন্ডিশন কী সেই রিপোর্ট আমার পড়ে দেখা হয়নি। এই ব্যাপারে আসলে ডিরেক্টলি বলতে পারব না। একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে বলতে পারি ইঞ্জুরির কারণে একজন খেলোয়াড়ের ফিরে আসাটা কখনও সহজ আবার কখনও কঠিন হতে পারে।’
মাহমুদুল্লাহর ফেরা প্রসঙ্গে নাফিস বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব একজন ক্রিকেটারকে শতভাগ সাপোর্ট করা যাতে তারা তাড়াতাড়ি রিকোভার করতে পারে। তামিম আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার, রিয়াদ আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সবসময় সহযোগিতা করা, এটা কোচের মাধ্যমে হোক, প্র্যাকটিসের মাধ্যমে হোক যেভাবেই হোক। আমরা তা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা সেটা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights