“তুমি”
কবি হাসিনা মরিয়ম
তুমি….
ডেকেছিলে একদিন,এসো..
আমি বললাম..
তুমি ডাকবে আর আমি আসবো না..
আমি তৈরী হয়ে নিলাম,
শুধু তোমার পছন্দের শাড়ীটি পড়লাম,
বেরিয়ে পড়লাম তোমার সাথে দেখা করব বলে,
শ্রাবণের আকাশ ভেঙে আসতে চাইছে..
আমি শুধু ভাবছি তোমার কথা, তোমার কাছে গেলাম তুমি বললে..
আমি চলে যাচ্ছি দূরে বহুদূর.. আমিও যাচ্ছি তোমার সাথে..
না আমরা যাচ্ছি…ওহ..
তবে তাই যাও,
তোমরা ভাল থেকো,
আমি চললাম আমার ভালবাসা নিয়ে..
শ্রাবণের আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে..
বৃষ্টির ধারা নেমেছে আমার দুচোখে
ভিজে একাকার আমি..
বৃষ্টিরা আমার চোখ মুছে দিয়ে যায়..
হেটে যাচ্ছি আমি সামনের দিকে পিছনে আমার ভালবাসা…।