তুরস্কের কোনিয়ায় বঙ্গবন্ধু মেমোরিয়াল ফরেস্ট উদ্বোধন

অনলাইন ডেস্ক

মহান বিজয়ের ৫২তম বার্ষিকী যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, আঙ্কারা নানান অনুষ্ঠান আয়োজন করে। সকালে রাষ্ট্রদূত মো. আমানুল হক-এর নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর আবক্ষে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপরে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর তুরস্কের কোনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নামে বঙ্গবন্ধু মোমোরিয়াল ফরেস্ট উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের জন্য দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ কোনিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়।

দ্বিতীয়াংশে তুরস্কের কোনিয়ায় বাংলাদেশ দূতাবাস আঙ্কারা এবং বাংলাদেশ অনারারি কনসুলেট কোনিয়া ও রিজিওনাল ডাইরেক্টোরেট অব ফরেস্ট্রি এর যৌথ আয়োজনে ‘বঙ্গবন্ধু মোমোরিয়াল ফরেস্ট-এ ১০০০০ (দশ হাজার) বৃক্ষরোপণ কর্মসূচি’ ফিতা কেটে উদ্বোধন করেন রাষ্ট্রদূত মো. আমানুল হক। কোনিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারী কন্সাল ডেনিজ বুলকার এবং রিজিওনাল ডাইরেক্টোরেট অব ফরেস্ট্রির আবদুসেত্তার ইয়ারার। কোনিয়ার বিশ্ববিদ্যালয়ের রেক্টর, ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশী ও তুরস্কের গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights