তুরস্কের জাতীয় নির্বাচন কখন জানালেন এরদোয়ান

গত মাসে ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের জাতীয় নির্বাচন পেছাতে পারে অনেকে এমন ধারণা করছিলেন। বুধবার জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচন হবে আগামী ১৪ মে।’

আল জাজিরার খবরে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে। তবুও জাতীয় নির্বাচন নিয়ে পূর্বের পরিকল্পনায় অটুট থাকছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বুধবার সংসদে এরদোয়ান বলেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছায় ১৪ মে যা করা প্রয়োজন, দেশের জনগণ তা করবে।’
আল জাজিরার খবরে বলা হয়েছে, গত মাসে ভূমিকম্পের পর তুরস্কের প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী কথাবার্তা চলছে। অনেকে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচন পেছাতে পারে অথবা নির্ধারিত শিডিউল ১৮ জুন অনুষ্ঠিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights