তেজগাঁওয়ে ট্রেনে আগুন : মা-ছেলের মরদেহ হস্তান্তর
ঢামেক প্রতিনিধি
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে নিহত নাদিরা আক্তার পপি (৩৫) ও তার তিন বছরের ছেলে ইয়াসিনের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ঢামেক মর্গ থেকে পরিবারের সদস্যরা তাদের মরদেহ বুঝে নেন।
নাদিরা আক্তার পপি নেত্রকোনার সদর উপজেলার বরুনা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ও তার তিন বছরের ছেলে ইয়াসিন। নাদিরা একই জেলার পূর্বধলা উপজেলার আলমপুর গ্রামের ফজলুল রহমানের মেয়ে।
এ বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহামেদ বিশ্বাস।
ওসি আরও বলেন, বাকি দু’জনের মরদেহর মধ্যে আরও একজনের মরদেহ সনাক্ত হয়েছে বলে শুনেছি। তা যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের ছেলে ইয়াসিনসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।