ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালাল ইসরায়েল, নিহত ১০

অনলাইন ডেস্ক

এবার ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালাল ইসরায়েলি বাহিনী। এতে ১০ ফিলিস্তিনি নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অবরুদ্ধ গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করছিলেন ফিলিস্তিনিরা। সেখানে গুলি ও গোলা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, ওই দিনই পার্শ্ববর্তী জেইতুন এলাকায় তিনতলা আবাসিক একটি ভবনেও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে পৌঁছতে পারেনি বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

এছাড়াও এদিন গাজার দক্ষিণাঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে। সেখানকার রাফা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে তিনজন নিহত হয়। সূত্র: আল জাজিরা, ওয়াফা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights