দাবদাহ থেকে সৃষ্ট দাবানলে চিলিতে নিহত ৭

অনলাইন ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এখনও বন ও আবাদি জমিতে আগুন ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে।

স্থানীয় সময় শুক্রবারও দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ১৪ হাজার হেক্টর ভূমি পুড়ে গেছে চলমান এই দাবানলে। গেল ১৩ বছরের মধ্যে চলতি বছরই সর্বোচ্চ খরার মুখে পড়েছে চিলি।

রাজধানী শহর সান্তিয়াগো থেকে ৫৬০ কিলোমিটার দূরের এলাকা বিবিওতেই দাবানলের ভয়াবহতা বেশি। সেখানেই এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিবিও ও নুবলে এলাকায় চলমান দাবানলকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা দিয়েছে চিলি সরকার। শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওইসব অঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights