দিনাজপুরে তেভাগা পরিষদ তেভাগা দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী বিশাল কর্মসূচী গ্রহন করেছে

আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি ”
“তেভাগাথর চেতনা ভুলিনাই-ভুলবনা” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারেও দিনাজপুর তেভাগা পরিষদ ২ দিন ব্যাপী তেভাগা দিবস-২০২৩ উদযাপনের জন্য ব্যাপক কমসূচী গ্রহন করেছে।
৩ জানুয়ারী মঙ্গলবার দিনাজপুর নাট্য সমিতির মে সাড়ে ৬ টায় আলোচনা সভা, রাত ৮ টায় সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং ৪ জানুয়ারী চিরিরবন্দর উপজেলায় তালপুকুর বাজিতপুর তেভাগা স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ। তেভাগা পরিষদ দিনাজপুরের আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব এ্যাডঃ মোঃ রেয়াজুল ইসলাম রাজু বলেন, দিনাজপুরের ঐতিহাসিক গর্ব হলো তেভাগা আন্দোলন। “জান দেবো তবুও ধান দেব না” এই স্বোচ্চার স্লোগান দিয়ে একসময় কৃষক ক্ষেতমজুর জনতার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শহীদহয়েছিল অনেক কৃষক চিরিরবন্দর উপজেলায় তালপুকুর বাজিতপুরে। তাদের স্মৃতি ধরে রাখতে এবং আমাদের প্রজন্মদের তাদের প্রকৃত ইতিহাস জানাতে এই দিবস পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights