দিনাজপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি ”
দিনাজপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করলো স্থানীয় আওয়ামী লীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠন।

১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেল ৩টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এস এম শামীম আলম সরকার বাবু ও সাধারন সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এরপরে শ্রদ্ধা জানান সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসাহাক আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতীলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ।

শ্রদ্ধাশেষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, জেলা তাঁতীলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আলালসহ অন্যান্যরা।

আলোচনা সভাশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনাজপুরের অসহায়, গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে জেলা আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights