দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের হাসুয়ার কোপে একজন নিহত
দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন বিকাশ (৩৫) নামে যুবকের হাসুয়ার কোপে নিহত হয়েছেন গণেশ (৬০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় গণেশকে বাঁচাতে গেলে আরও একজন গুরুতর আহত হন । স্থানীয়রা অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর মুশোহরপাড়ায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত গনেশ (৬০) সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের উত্তর জয়দেবপুর মুশোহরপাড়ার মৃত আতোয়ারীর ছেলে। আর আহত শরস (৩০) একই এলাকার পরসাদুর ছেলে।
স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন বিকাশ দীর্ঘদিন ধরে লাঠি নিয়ে মানুষকে ধাওয়া ও হামলা করে আসছিল। গত দু’দিন হলো একটি হাসুয়া নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল । মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে কেউ কিছু বলতে সাহস পেত না । অবশেষে হত্যাকাণ্ডের মত একটি ঘটনা ঘটিয়ে ফেলল।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন জানান, শুক্রবার বিকালে টার দিকে শেখপুরা ইউনিয়নের উত্তর জয়দেবপুর নিজের বাড়ীর বাইরে বসে থাকা অবস্থায় হঠাৎ করে গনেশের শরীরে বিভিন্ন জায়গায় হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ দেয় একই এলাকার মেহের চাঁদের মানসিক ভারসাম্যহীন ছেলে বিকাশ (৩৫)। এতে ঘটনাস্থলেই মারা যায় গনেশ। এসময় গণেশকে রক্ষায় এগিয়ে আসায় পরশ নামে আরেক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে বিকাশ। তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্বজনরা।
তিনি আরও জানান, এঘটনায় বিকাশকে পিটুনি দিয়ে বেধে রেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। অভিযুক্ত বিকাশকে হেফাজতে নেওয়া হয়েছে। এই হত্যাকান্ডের কাজে ব্যবহৃত হাসুয়া জব্দ করা হয়েছে। এঘটনার পর থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে নিহত-আহতের স্বজনরা। তবে হত্যার প্রকৃত কারন জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।