দিনাজপুরে হস্তশিল্পে ব্যাপক সাড়া

দিনাজপুর প্রতিনিধি:
প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটের ব্যাগসহ বিভিন্ন হস্তশিল্প তৈরি করে লাভবান হয়েছেন নারী উদ্যোক্তা শিউলি আক্তার জুথি। ব্যাপক চাহিদার পাশাপাশি কর্মসংস্থানও হয়েছে অনেক নারীর। এখন বড় পরিসরে একটি কারখানার যাত্রা শুরু করেছে।

উদ্যোক্তা শিউলি আক্তার জুথি জানান, পাটের তৈরি ব্যাগ, ওয়াল হ্যাঙ্গার, শোপিস, টেবিল রানার সেট, ফ্লোরমেটসহ বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তবে শুধু দেশেই নয়, বিদেশেও রপ্তানির সাড়া পাচ্ছেন। দিনাজপুর সদরের করিমউল্লাহপুর গ্রামে কারখানায় পরিবেশবান্ধব এসব পণ্য তৈরি করে মাসে টাকা আয় করছেন প্রায় ৫০ হাজার টাকা। এছাড়া শিউলি আক্তার জুথির তত্ত্বাবধানে জেলায় ছড়িয়ে ছিটিয়ে কাজ করছেন ৪০ জনের বেশী কর্মী।

রবিবার বিকেলে দিনাজপুর সদরের করিমউল্লাহপুরে পাটের তৈরি এসব পণ্যের কারখানা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
এসময় নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেন, পাট ও পাটের তৈরি হস্তশিল্পের মাধ্যমে দেশের পাশাপাশি বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে। এসব নিয়ে কাজ করে অনেকে স্বাবলম্বী হচ্ছেন। পরিবেশ বান্ধব পাটপণ্যের রপ্তানি বাড়াতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে এ শিল্পে সরকারিভাবে সবরকম সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী, রংপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আঞ্চলিক কার্যালয় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)এর সেন্টার ইনচার্জ মোহাম্মদ দিদারুল হক, দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের এডমিন মোসলেহা মলি, নাসিব জেলা শাখার পরিচালক মোসাদ্দেক হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights