দিনাজপুরে ৩ দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে ৩ দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রশিক্ষণটি ১৯ মার্চ ২০২৫ দিনাজপুর সার্কিট হাউজে শুরু হয়ে ২১ মার্চ শেষ হয়।
২১ মার্চ শুক্রবার প্রশিক্ষণ শেষে বিকাল ৫টায় দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ, উপস্থিত ছিলেন পিআইবি’র প্রশিক্ষক শাহ আলম সৈকত। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সভাপতি জি এম হিরু, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন ।
প্রশিক্ষণে দিনাজপুর জেলার সদর ও উপজেলা থেকে মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের বিভিন্ন দিক, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পদ্ধতি, এবং সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীদের মতে, এই প্রশিক্ষণ তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হয়েছে।

ছবির ক্যাপশন ঃ ৩ দিনব্যাপি প্রশিক্ষণ শেষে সনদপত্র গ্রহণ করছেন সাংবাদিক মো. ইসমাইল হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights