দিনাজপুর পৌরসভায় ২১ হাজার ৭৮৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খওয়ানো হবে

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ২১ হাজার ৭৮৮ জন শিশুকে ভিটামিন
এ ক্যাপসুল খওয়ানো হবে। এ কর্মসূচী বাস্তবায়নে কাজ করবে পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীসহ
৩৭২ স্বেচ্ছাসেবী কর্মী।
রবিবার ১৯ ফেব্রুয়ারী -২০২৩) সকাল ১১টায় দিনাজপুর পৌরসভায় ফাতেহুল আল দুলাল মিলনায়তনে
আয়োজিত এক এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। তিনি
জানান, এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ২১ হাজার ৭৮৮ জন
শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২৪৪৪ জন ও ১২-৫৯
মাস বয়সী শিুর সংখ্যা ১৯ হাজার ৩৪৪ জন। এ কর্মসূচী বাস্তবায়নে তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট
সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, অন্যান্য বারের মত এবারেও দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ১২৪টি কেন্দ্রের মাধ্যমে
শিশুদের ‘এথ ক্যাপসুল খওয়ানো হবে। এর মধ্যে ১২টি ওয়ার্ডে সাধারণ কেন্দ্র সংখ্যা ১১১টি, রাত্রিকালিন
৮টি কেন্দ্র ৮টি ও বিশেষ টিম (কেন্দ্র) ৫টি।
রাত্রিকালিন ৮টি কেন্দ্রের মধ্যে রয়েছে-পৌরসভা কার্যালয়, লালবাগ ক্লাব, মির্জাপুর বাস টার্মিনাল,
ফকিরপাড়া বড় মসজিদ সংলগ্ন আসগরের দোকান, দিনাজপুর জেনারেল হাসপাতাল, ফুলবাড়ী বাস¯ট্যান্ড,
রেল স্টেশন ও রামকৃষ্ণ মিশন আশ্রম কেন্দ্র। ভ্রাম্যমান ৫টি কেন্দ্রের মধ্যে রয়েছে সরকারী কলেজ-মোড়,
মাতাসাগর মোড়, হাউজিং মোড়, কাঞ্চন নতুন ব্রিজ মোড় ও পুলহাট টেম্পু¯ট্যান্ড।
এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ছাড়া দিনাজপুর সিভিল সার্জন
অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ দিনাজপুর পৌর এলাকায় কর্মরত
বিভিন্ন এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights