দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে নিউইয়র্কে মননের চমক

ওয়ার্ল্ড র‍্যাপিড দাবায় চমক দেখিয়েছেন বাংলাদেশের দাবাড়ু মনন রেজা। মনন এরই মধ্যে দুজন গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করেছেন। পঞ্চম রাউন্ডে তিনি হারিয়েছেন অস্ট্রিয়ার গ্র্যান্ডমাস্টার হোরভাথ ডোমিনিককে এবং নবম রাউন্ডে জার্মানির গ্র্যান্ডমাস্টার ডেনিস ওয়াগনারকে। ১৮০ জন দাবাড়ুর মধ্যে মনন বর্তমানে ১৫১তম স্থানে রয়েছেন।

মনন রেজা ৯ ম্যাচে সাড়ে তিন পয়েন্ট অর্জন করেছেন।

যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড র‍্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন বাংলাদেশের দুই দাবাড়ু। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন নোশিন আনজুম খেলছেন।

নারী বিভাগে নোশিন আনজুম আট ম্যাচে পেয়েছেন আড়াই পয়েন্ট। অন্যদিকে, নারী বিভাগে ১১০ জনের মধ্যে নোশিন রয়েছেন ১০১তম স্থানে।

র‍্যাপিড দাবায় ম্যাচের দৈর্ঘ্য ১৫ মিনিট। বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রতিযোগিতায় মনন প্রথম তিন রাউন্ডে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার নেস্টেরভ এরসেনি, চীনের আন্তর্জাতিক মাস্টার লোউ ইয়িপিং এবং ডেনমার্কের গ্র্যান্ডমাস্টার এন্ডারসেন ম্যাডসের কাছে পরাজিত হন। তবে চতুর্থ রাউন্ডে জিম্বাবুয়ের আন্তর্জাতিক মাস্টার ইউরাজায়েভ মাকোটো রোডওয়েলের সঙ্গে ড্র করেন।

নারী বিভাগে নোশিন প্রথম তিন রাউন্ডে যুক্তরাষ্ট্রের মহিলা গ্র্যান্ডমাস্টার ইউয়ি জেনিফার, কাজাখস্তানের মহিলা গ্র্যান্ডমাস্টার বালাবায়েভা জেনিয়া এবং মহিলা ফিদে মাস্টার নুরগালিয়েভা জারিনার কাছে হারলেও চতুর্থ রাউন্ডে উগান্ডার নাইসাঙ্গা শিবা ভ্যালেন্টাইনকে হারান।

প্রতিযোগিতায় ওপেন বিভাগে ৫৬টি দেশের ১৩৪ জন গ্র্যান্ডমাস্টার এবং ৩২ জন আন্তর্জাতিক মাস্টার অংশ নিচ্ছেন। নারী বিভাগে অংশ নিয়েছেন ৩৫টি দেশের ২১ জন গ্র্যান্ডমাস্টার, ২৩ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ৩৬ জন আন্তর্জাতিক মাস্টার এবং ১০ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার।

ওয়ার্ল্ড র‍্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ শেষ হচ্ছে আজ। এরপর একই ভেন্যুতে শুরু হবে ব্লিটস চ্যাম্পিয়নশিপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights