দুই মেগাপ্রকল্পের মালামাল নিয়ে মোংলা বন্দরে ৩ জাহাজ

বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দরে দেশেরে দুই মেগাপ্রকল্পের মালামাল নিয়ে ৩টি বিদেশি জাহাজ বন্দর জেটিতে নোঙর করেছে। এই ৩টি জাহাজের মধ্যে রবিবার সকালে বন্দরের ৭ নম্বর জেটিতে বঙ্গবন্ধু নির্মাণাধীন রেলওয়ে ব্রিজের স্টিল পাইপ নিয়ে নোঙর করে পানামা পতাকাবাহী ‘এমভি কুই ইয়া শান’ জাহাজ। এরপর দুপুরে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে বন্দরের ৮ ও ৯ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী ‘লিবার্টি হারভেস্ট’ ও রাশিয়ার পতাকাবাহী ‘এমভি কামিল্লা’ নামের জাহাজ দুটি নোঙর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, রবিবার সকালে বন্দরের ৭ নম্বর জেটিতে বঙ্গবন্ধু নির্মানাধীন রেলওয়ে ব্রিজের ৩৩৫২ দশমিক ৩৮৯ মেট্রিকটন স্টিল পাইপ নিয়ে পানামা পতাকাবাহী ‘এমভি কুই ইয়া শান’ জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। একই দিন দুপুরে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৭১৬ দশমিক ২৬ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে পানামা পতাকাবাহীর লিবার্টি হারভেস্ট জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। এর পরপরই রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৬৩৩ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে রাশিয়ার পতাকাবাহী এমভি কামিল্লা নামের অপর একটি জাহাজ মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে।

নির্মানাধীন বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের স্টীল পাইপ নিয়ে মোংলা বন্দর জেটিতে নোঙ্গর করা এমভি কুই ইয়া শান জাহাজের শিপিং এজেন্ট মো. শওকত আলী জানান, ২৩৮টি প্যাকেজে ৩৩৫২ মেট্রিক টন স্টিল পাইপ নিয়ে সকালে জাহাজটি নোঙর করার পরপরই পণ্য খালাস প্রক্রিয়া শুরু করা হয়েছে। অন্যদিকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজ লিবার্টি হারভেস্টের শিপিং এজেন্ট মো. শাহীন ইকবাল জানান, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রবিবার দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করার পর জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। চারদিনের মধ্যে এসব পণ্য পুরোপুরি খালাস হবার পর সড়ক ও নৌ পথে পাবানার ঈশ্বদীতে নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।
রশিয়ার পতাকাবাহী এমভি কামিল্লা জাহাজের শিপিং এজেন্ট সাধন কুমার চক্রবর্তী জানান, দুপুরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে আসা এমভি কামিল্লা জাহাজের করে আনা পাঁচ হাজার ৫০৬ প্যাকেজের ৩৬৩৩ মেট্রিক টন পণ্য খালাসের কাজও শুরু হয়েছে। খালাসের পর এসব পণ্য সড়ক ও নৌপথে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান, ‘দেশের নির্মাণাধীন প্রায় সব মেগা প্রকল্পে বিদেশ থেকে আনা মেশিনারি পণ্যসহ অন্যান্য মালামাল মোংলা বন্দরের মাধ্যমে দেশে এসছে। আমদানিকৃত মেশিনারি পণ্যসহ অন্যান্য এসব মালামাল বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। দ্রুত সময়ে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন আমদানি-রপ্তানিকারকরা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights