দুবাই প্রবাসী কন্যার কাছে ভারতীয় মায়ের আবদার ‘১০ কেজি টমেটো নিয়ে আয়!’
অনলাইন ডেস্ক
ভারতে টমেটোর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে সবজি জাতীয় এই ফসলটি অনেকের নাগালের বাইরে চলে গেছে। আর টমেটোর দাম বৃদ্ধি নিয়ে ভারতে ঘটছে নানা মজার কাণ্ডও।
এবার তেমনই এক মজার ঘটনার খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমস। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই প্রবাসী মায়ের কাছে এক ভারতীয় কন্যার অনুরোধ করেছেন ‘১০ কেজি টমেটো নিয়ে আয়, প্লিজ।’
সন্তানদের গ্রীষ্মকালীন ছুটিতে দুবাই থেকে ভারতে ভ্রমণ করেছিলেন ওই নারী। ঠিক সেই সুবিধাই নাকি কাজে লাগিয়েছিলেন তার মা। ওই দুবাই প্রবাসীর বোন রেভস নামের অ্যাকাউন্ট থেকে টুইটে লিখেছেন, ‘সন্তানদের গ্রীষ্মের ছুটিতে আমার বোন দুবাই থেকে ভারতে আসে। সে আমার মায়ের কাছে জানতে চায় তার কিছু লাগবে কিনা। মা বলে ১০ কেজি টমেটো নিয়ে আয়। আর এখন সে ১০ কেজি টমেটো নিয়ে এসেছে।’
রেভস নামের ওই ব্যবহারকারী আরো জানিয়েছেন, তার বোন বাক্সে ভরে স্যুটকেসে পুরে এই টমেটো ভারতে নিয়ে যায়।
সূত্র: খালিজ টাইমস