ধর্ষণ ও শারীরিক সম্পর্কে সম্মতি: আইনে যে পরিবর্তন আনল জাপান

অনলাইন ডেস্ক

ধর্ষণকে পুনঃ সংজ্ঞায়িত করে যৌন অপরাধ আইন পাস করেছে জাপান। সাথে যৌন সম্মতির বয়সও পুনঃনির্ধারণ করা হয়েছে।

‘জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের’ বদলে এবার ধর্ষণের সংজ্ঞায় ‘সম্মতি ব্যতিরকে যৌন সম্পর্ক স্থাপনের’ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

আর যৌন সম্মতির বিষয়টি গ্রহণযোগ্য হওয়ার বয়সও ১৩ থেকে বাড়িয়ে ১৬ বছর করা হয়েছে।
শুক্রবার জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ ডায়েটে আইনটি পাস হয়। এই আইনে মাদকাসক্ত করে সম্পর্কে জড়ানো, সহিংসতা কিংবা হুমকি, ভীতি প্রদর্শন, ক্ষমতার অপব্যবহারসহ নানাভাবে যৌন সম্পর্কে জড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আটটি বিষয়ের ওপর ভিত্তি করে ঠিক করা হয়েছে যৌন সম্মতির সংজ্ঞাও।

১৯০৭ সালের পর এই প্রথম যৌন সম্মতির বয়সসীমা পরিবর্তন করল জাপান।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights