নভেম্বরে হচ্ছে না রাবির দ্বাদশ সমাবর্তন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন স্থগিত করা হয়েছে। ফলে পূর্ব ঘোষণা থাকলেও নভেম্বরে এ সমাবর্তন হবে না।

বুধবার তথ্যটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

তিনি বলেন, নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবষত তা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে জানানো হবে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর নভেম্বরে দ্বাদশ সমাবর্তনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তনে অংশ নিতে গত ১১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলে। এতে ৫ হাজার টাকা পরিশোধের মাধ্যমে আবেদন করেন বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানের ৩ হাজার ৫৭১ জন শিক্ষার্থী।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ ও ২০১৭ সালে স্নাতক/স্নাতক (সম্মান), ২০১৭ ও ২০১৮ সালে স্নাতকোত্তর, ২০১৭ ও ২০১৮ সালে এমবিবিএস, বিডিএস, ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি, পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের এ সমাবর্তনে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights