নাটোরে আবারও রেললাইন ভাঙা, বস্তা গুঁজে ট্রেন পার

নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় আবারও রেল লাইন ভাঙন দেখা দিয়েছে। তবে এলাকাবাসীর তৎপরতায় ভেঙে যাওয়া রেল লাইনে দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢালারচর এক্সপ্রেস ট্রেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া রেলগেট এলাকায় রেল লাইন ভাঙা দেখতে পায় স্থানীয় লোকজন। এসময় রাজশাহী থেকে পাবনাগামী ঢালারচর এক্সপ্রেস নামে কমিউটার ট্রেন আসতে দেখে তারা লাল কাপড় ও হাত তুলে থামানোর চেষ্টা করেন।

কিন্তু ট্রেনের গতি দেখে স্থানীয় লোকজন রেল লাইনের ভাঙা স্থানে চটের বস্তা গুঁজে দিলে তার ওপর দিয়ে ধীরগতিতে চলে যায় ট্রেনটি। ফলে লাইনচ্যুতির হাত থেকে রক্ষা পায় ট্রেন। তবে কিছু দূর গিয়ে ট্রেনটি থেমে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার জানান, ট্রেন পরিচালক বিষয়টি কন্ট্রোলকে জানালে আব্দুলপুর জংশন থেকে রেলকর্মীরা গিয়ে রাত সাড়ে ৮টার দিকে লাইনটি মেরামত করেন। এর আগ, পর্যন্ত বস্তা দিয়ে ধীর গতিতে ট্রেন চালানো হয় বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ৮ মে সকালে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় ৪ ইঞ্চি রেল লাইন ভেঙে যায়। পরে ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে ধীর গতিতে চলে ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights