নিউজিল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বকাপের আগে ম্যাচ খেলে প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। এর বাইরে নেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডও। মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিচ্ছে দুই দল। আজ শুরু হওয়া সিরিজে অবশ্য দুই দলের মূল স্কোয়াডের ক্রিকেটাররা খেলছেন না। দুই দেশই বিশ্রামে রেখেছে মূল ক্রিকেটারদের। তারপরও তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকারদের জন্য নিউজিল্যান্ড সিরিজটি বৈতরণী পার হওয়ার। তিনজনই বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছেন। এ সিরিজে পারফরম্যান্স করে স্কোয়াডে ফিরতে হবে তাদের। তাই ম্যাচের আড়ালে তিনজনের দিকে সবার নজর থাকবে আলাদা করে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। তবে বৃষ্টি বাধা হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ো হাওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০ শতাংশ। টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ড গত বছর খেলে গেছে ঢাকায়। সফরকারীরা হেরেছিল সিরিজটি। ১০ বছর আগে ২০১৩ সালে ব্ল্যাক ক্যাপসরা সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল ঢাকায়। সেবার হোয়াইওয়াশ হয়েছিল। ২০১০ সালেও হোয়াইটওয়াশ হয়েছিল কিউইরা। বাংলাদেশে খেলা ১৩ ম্যাচে মাত্র পাঁচটিতে জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। হেরেছে আটটি। সাত ম্যাচে আবার টানা হার। সব মিলিয়ে দুই দল ৩৮ ওয়ানডে খেলেছে। তাতে বাংলাদেশের জয় ১০, নিউজিল্যান্ডের ২৮। ২০১৩ সালের পর দুই দেশ ১৪ ওয়ানডে খেলেছে। টাইগাররা জিতেছে সাকল্যে দুটি- ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ট্রাই নেশন্স সিরিজ।

এ সিরিজে বিশ্রামে রয়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। ইনজুরির জন্য খেলছেন না নাজমুল শান্ত। ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান। এ ছাড়া নতুন মুখ রিশাদ হাসান, সৈয়দ খালেদ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights