নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বাজারে ভেজাল খাদ্য বেচাবিক্রি নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যারা ভেজাল খাদ্য বুঝেশুনে বিক্রি করছেন। তারা আবার দিনশেষে অন্যের কাছ থেকে নিজেও ভেজাল খাদ্য কিনছেন।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ‘সেইফ ফুড কার্নিভাল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান আমল থেকে দেশে বিভিন্ন সময়ে খাদ্যের অভাব ছিল। এখন তা নেই। বাংলাদেশ বর্তমানে দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। একসময় পান্তা খেয়ে মানুষ জীবন পার করেছে, তবে এখন মানুষ পান্তা খায় না।

পণ্য রফতানি নিয়ে মন্ত্রী বলেন, আমরা রফতানি করতে পারছি না কারণ আমাদের আত্মবিশ্বাস নেই। সেই আত্মবিশ্বাস তৈরিতে পণ্যে ভেজাল দেয়া থেকে বের হয়ে আসতে হবে আমাদের। দেশের পণ্য বিদেশে যাচ্ছে। কিন্তু সেগুলো মানের কারণে আন্তর্জাতিক শপগুলোতে বিক্রি কম হচ্ছে। এর মানে হচ্ছে আমাদের ভালো মানের খাবার তৈরি করতে হবে।

তাছাড়া দেশের জমিতে ভালো ফসল উৎপাদন সম্ভব, তবে তার জন্য আগ্রহ বাড়াতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী সেইফ ফুড কার্নিভাল চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। ফুড কার্নিভাল সবার জন্য উন্মুক্ত। কার্নিভালে প্রবেশের জন্য দর্শনার্থীদের কোনো বাড়তি প্রবেশ মূল্য গুণতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights