নির্বাচন নিয়ে ৩ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তার বৈঠক
মিয়ানমারের সেনাবাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন এলাকায় নির্বাচন আয়োজনের বিষয়ে তিনটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে। এক সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্রের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।
শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রনিয়ন্ত্রিত এক সংবাদমাধ্যম জানায়, রাজধানী নেপিদোতে স্টেট প্রোগ্রেস পার্টি (এসএসপিপি), ইউনাইটেড ওয়া স্টেট পার্টি (ইউডব্লিউএসপি) ও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সশস্ত্র কর্মকর্তাদের সঙ্গে জান্তা বাহিনী তিন দিন ধরে আলোচনা চালাচ্ছে। এই তিন সশস্ত্র গোষ্ঠী জান্তা বাহিনীকে ক্ষমতা থেকে সরাতে লড়াই করছে।
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের সশস্ত্র গোষ্ঠী এসএসপিপির এক মুখপাত্র জানান, সামরিক বাহিনী তাদের এলাকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার কথা বলেছে। তারা নির্বাচনের বিরোধিতা করবেন না বলে জানিয়েছেন।
রাজধানী নেপিদোয় গত বুধবার স্বাধীনতা দিবসের প্যারেডে ভাষণ দিতে গিয়ে জন্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারে বহু দলের অংশগ্রহণে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন আয়োজনের কথা বলেন। তবে কবে নির্বাচন হবে, সে বিষয়ে কিছু বলেননি তিনি। জান্তাপ্রধান বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে মিয়ানমারের নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এ কারণে দেশটিতে দেখা দেয় রাজনৈতিক সংকট ও জান্তাবিরোধী বিক্ষোভ। এর পর থেকে মিয়ানমারজুড়ে বিক্ষোভ দমনের নামে চলছে জান্তার দমন-পীড়ন। প্রাণ গেছে হাজারের বেশি মানুষের। জান্তার হাতে বন্দী আছেন দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিসহ অনেক রাজনীতিক।